জাতীয়

ঢাকাকে একটি বহু সংস্কৃতির কেন্দ্রে পরিণত করব : উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সাংস্কৃতিক বিকাশে সিনেমা বড় একটি ভূমিকা পালন করবে।  আমরা প্রত্যাশা করি, আকাঙ্ক্ষা করি, ঢাকাকে একটি বহু সংস্কৃতির এবং বহু ভাষাভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে পারব। আগামী দিনের প্রত্যাশা, সাংস্কৃতিক চর্চার লীলাক্ষেত্র হবে ঢাকা।

শনিবার (১১ নভেম্বর)  সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের উদ্বোধন ঘোষণাকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, চলচ্চিত্র নিয়ে আমরা আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠান করতে পারছি, এটা আমাদের জন্য গৌরবের। আয়োজকদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আয়োজনের মধ্য দিয়ে আমাদের সিনেমাকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করতে পারছি

তিনি বলেন, গ্লোবাল প্ল্যাটফর্মগুলোয় আমরা আরও কীভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে পারি, সরকারের জায়গা থেকে আমরা সর্বাত্মক সহায়তা করব।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উৎসবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বক্তব্যে চীনের সিনেমার বাজার ও গত বছরের আয়ের তথ্য তুলে ধরেন তিনি। চীনের এই বড় বাজারে একসঙ্গে বাংলাদেশের সিনেমা নিয়ে পারস্পরিকভাবে কাজ করতে আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন নাহিদ