আন্তর্জাতিক

ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে

ফিলিস্তিনের উত্তর গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরাইলের চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় সেনা।রোববার (১২ জানুয়ারি) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা ৪০৩-এ পৌঁছেছে।

সামরিক বাহিনীবলেছে, শনিবার উত্তর গাজার বেইত হানুনে পুঁতে রাখা বোম বিস্ফোরণের আঘাতে চার সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছেন। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে ইসরাইলে সেনাদের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৩ জনে।

আইডিএফ নিহত চার সেনার পরিচয় জানিয়েছে। তারা হলেন সার্জেন্ট মেজর (অব.) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), স্টাফ সার্জেন্ট ড্যানিলা দিয়াকভ (২১) সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯) ও সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)।

সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরাইলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।

এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে যে জাবালিয়ার কাছে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একটি স্কুলে আশ্রয় নেয়া দুই শিশুও রয়েছে। প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন যে, উত্তর গাজার জাবালিয়া শহরের হালওয়া স্কুলে ইসরাইলি গোলাবর্ষণে দুই শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। বাসাল বলেছেন যে এই ঘটনায় ১৯ জন শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে কমপক্ষে ৪৬ হাজার ৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে স্বীকার করেছে।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলি | ফিলিস্তিনি