বার্সেলোনার সমান ট্রফি পাওয়ার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে, সবশেষ হারের প্রতিশোধ নেয়ার সুযোগও। এমন সব সুযোগ নিয়ে আজ বাংলাদেশে মধ্যরাতে মুখোমুখি হবে বার্সা ও রিয়াল। সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, যারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এসেছে- তাদের এই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে এল ক্ল্যাসিকোর উত্তেজনা।
গত বছর অক্টোবরে এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ। সেই ঝাল মেটাতে চাইবে আজ মাদ্রিদ জায়ান্টা। সৌদিতে মরুর বুকে নিশ্চিতভাবেই কোনো সুযোগ হারাতে চাইবে না দলটি। কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাসও তেমনই।

কিন্তু রিয়াল মাদ্রিদের দলীয় কম্বিনেশন এখনো খুব একটা সুবিধার হচ্ছে না। কিলিয়ান এমবাপ্পে পারছেন না নিজের জায়গা তৈরি করতে। অবশ্য ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো নিয়ে ঠিকই ভরসা পাবেন আনচেলত্তি।
অন্যদিকে বার্সেলোনা নিজেদের সাজিয়ে নিয়েছে দারুণভাবে। বিশেষ করে লামিনে ইয়ামাল ও গাভি চোট থেকে ফিরে আসায় ভারসাম্যে আরও বেশি পরিণত হয়ে উঠেছে তারা। আজ দানি ওলমোকে মাঠে দেখা যাবে বলেই জানিয়েছেন বার্সা কোন হান্সি ফ্লিক।
সবমিলিয়ে রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে সব রসদই প্রস্তুত করে রেখেছে বার্সা।
স্প্যানিশ সুপার কাপ, ফাইনাল
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ
সময়: ১২ জানুয়ারি, রাত ১ টা
ভেন্যু: কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি
এমএইচ//