বাংলাদেশ

বাতাস 'ঝুঁকিপূর্ণ', বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ফাইল

বিশ্বে বায়ুদূষনে ঢাকা এখন শীর্ষ অবস্থানে রয়েছে। বাতাসের মান সূচকে ঢাকার বাতাসের স্কোর ৩০২। যা দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। মূলত ৩০১ থেকে এই মান শুরু হয়।

সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০.৫০ মিনিটে বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে

ঢাকা ৩০২ স্কোর নিয়ে আছে শীর্ষে। এতে বোঝা যায়, বাতাসের মান সবচেয়ে খারাপ রাজধানীতে। এরপর দ্বিতীয় স্থানে ২৮১ স্কোর নিয়ে আছে পাকিস্তানের করাচি। তৃতীয় স্থানে ২০২ স্কোর নিয়ে আছে ভিয়েতনামের হ্যানয়।

শীর্ষ দশে পরের অবস্থানগুলোতে আছে মঙ্গোলিয়ার উলানবাটোর, উজবেকিস্তানের তাশখন্ত, ভারতের কোলকাতা ও দিল্লি, চায়নার উহান, পাকিস্তানের লাহোর, উগান্ডার কামপালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বায়ুদূষণ | ঢাকা