চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করছে দলগুলো। সেই তালিকায় এবার দক্ষিণ আফ্রিকা। ফাস্ট বোলার আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি ওডিআই স্কোয়াডে ফিরেছেন। এই দুজনেই ঘরের মাটিতে পুরো আন্তর্জাতিক মৌসুম মিস করেছেন চোটের কারণে।
দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দলে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। এছাড়াও সবশেষ ওডিআই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আরও ১০ জন খেলোয়াড় এই দলে আছেন। উইয়ান মালডার, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ বি তে রয়েছে। পাকিস্তানের বিপক্ষে করাচিতে ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে শুরু হবে তাদের উদ্বোধনী ম্যাচে। এরপর রাওয়ালপিন্ডিতে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও মার্চের ১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে লড়বে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মালডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরিজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফর ডান ডাসেন।
এমএইচ//