আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। প্রথমবারের মতো দলটি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে মাঠে নামবে।
সবশেষ ওডিআই বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আফগানিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের নেতৃত্ব দেবে হাশমতউল্লাহ শহিদী।
ইব্রাহিদ জাদরান চোট থেকে দলে ফিরেছেন। যা আফগানিস্তানের জন্য সবচেয়ে ভালো খবর। ওপেনিংয়ে জাদরানের সঙ্গে আছেন রহমানুল্লাহ গুরবাজ। মিডল অর্ডারে শহিদী ও রহমত উল্লাহ রয়েছেন। তারাই দলটির ব্যাটিং লাইন-আপের টপ ফোর।
বোলিং অ্যাটাকে তারকা রশিদ খান আছেন তার ভেলকি দেখাতে। এছাড়াও আছেন অলরাউন্ডার মোহাম্মদ নবি, যিনি স্পিন করবেন। পেস বোলিং অ্যাটাকে নেতৃত্বে দেখা যাবে ফজল হক ফারুকিকে। মুজিব উর রহমানের না থাকা সবচেয়ে বড় আলোচনা এ দলে।
জানা যায়, ডাক্তারের পরামর্শ মেনে মুজিবকে দলে রাখা হয়নি। ওডিআইতে ফেরার আগে, টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে তাকে ফেরার কথা বলা হয়েছে।
আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাঈ, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ গজানফার, নুর আহমেদ, ফজল হক ফারুকি, ফারিদ মালিক এবং নাভিদ জাদরান।
রিজার্ভ : দারউইশ রসুলি, নাঙ্গিয়াল খরোটি, বিলাল সামি
এমএইচ//