আন্তর্জাতিক

দাবানল ঠেকাতে গোলাপী রঙে সজ্জিত লস অ্যাঞ্জেলেস

আন্তর্জাতিক ডেস্ক

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে পুড়ছে। এই আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে এক ধরনের উজ্জ্বল গোলাপী পাউডার, যার নাম ফস-চেক। বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে বিপুল পরিমাণ এই অগ্নি প্রতিরোধক ছিটানো হচ্ছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার গ্যালন ফস-চেক ছড়িয়ে দেওয়া হয়েছে, যা শহরজুড়ে গোলাপী রঙের ছাপ রেখে গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফস-চেক একটি অগ্নি প্রতিরোধক যা আগুনের গতি কমিয়ে আনে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে সুরক্ষিত রাখে। দাবানলের আশপাশে এই পাউডার স্প্রে করার পর, এটি শহরের যানবাহন, বাড়িঘর, এমনকি ড্রাইভওয়েগুলোকেও গোলাপী রঙে রঞ্জিত করেছে। এই রঙ দাবানলের বিরুদ্ধে চলমান লড়াইয়ের একটি চিহ্ন হয়ে উঠেছে।

এই পাউডার তৈরি করেছে পেরিমিটার সলিউশনস নামের একটি প্রতিষ্ঠান। ১৯৬৩ সাল থেকে ফস-চেক মার্কিন যুক্তরাষ্ট্রে দাবানল প্রতিরোধে ব্যবহার হয়ে আসছে এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অগ্নি প্রতিরোধক পণ্য। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ এটিকে দীর্ঘমেয়াদী অগ্নি প্রতিরোধক হিসেবে ব্যবহার করে।

ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ কর্তৃক ব্যবহৃত প্রধান দীর্ঘমেয়াদী অগ্নি প্রতিরোধক এটি। ২০২২ সালে অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন অনুসারে, এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত অগ্নি প্রতিরোধকও।

সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলে আক্রান্ত এলাকাগুলোর বিভিন্ন স্থানে গোলাপী পাউডার জমে থাকতে দেখা গেছে। তবে ফস-চেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সতর্ক করেছে যে, পাউডার শুকিয়ে গেলে এটি পরিষ্কার করা কঠিন হতে পারে। পরিষ্কারের জন্য গরম পানি ও হালকা ডিটারজেন্ট ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। বড় জায়গা পরিষ্কারে প্রেসার ওয়াশার কার্যকর হতে পারে।

ফস-চেকের গোলাপী ছাপ শুধু দাবানল প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশই নয়, এটি শহরের বাসিন্দাদের জন্য একটি জীবন্ত স্মৃতি হয়ে রয়ে গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন লস অ্যাঞ্জেলেস | দাবানল