ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অভিনয় ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন কয়েক ডজন ব্লকবাস্টার সিনেমা। পর্দায় কখনও শান্ত বালিকা, আবার মুহুর্তের মধ্যেই প্রচণ্ড ঝগরাটে, কখনও অবুঝ প্রেমিক, মমতাময়ী স্ত্রী- অবার কখনও প্রতিবাদী নারী-কোথায় নেই শাবনুর।
ডাগর ডাগর চোখের এই নায়িকার সঙ্গে বাংলাদেশি চলচ্চিত্রের যুবরাজ খ্যাত সালমান শাহর জুটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। তবে ভার্সেটাইল এই অভিনেতার মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন বাংলা সিনেমার ‘রাজকন্যা’খ্যাত শাবনুর। পরবর্তীতে চিত্রনায়ক রিয়াজ, ফেরদ্যেস, মান্না, আমিন খানসহ বেশ কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেন। একসময় সরে যেতে থাকেন ঢালিউড থেকে। তবে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ২০২৪ সালে নতুন করে আলোচনায় আসেন ঢালিউডের এই তারকা অভিনেত্রী।
ওই সময় তিনটি সিনেমায় অভিনয় করার খবরও দিয়েছিলেন। অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছিলেন সিনেমার মহরত অনুষ্ঠানে অংশ নিতে। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন শাবনূর। ওই অনুষ্ঠানে ‘এখনো ভালবাসি’ নামের একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন। তবে সিনেমার শুটিং শুরু না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। পরবর্তীতে জানা যায়, পুরোপুরি ফিট হয়েই অভিনয়ে ফিরবেন তিনি। এছাড়া নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয় করার কথা ছিল তার; তাও করতে পারেননি ।
ওপার বাংলার কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন চিরকালের সবুজ। এর কারণ, তিনি একটা সময় নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেলেছিলন। ঢাকাই চলচ্চিত্রে শাবনূরও দর্শকদের কাছে সুচিত্রা সেনের মতোই সেরাদের একজন। বাংলাদেশি চলচ্চিত্র দর্শকদের একটা প্রজন্মের কাছে তিনি অবিস্মরণীয়। তবে, সুচিত্রা সেনের মতো নিজেকে লুকাতে পারেন নাই। চলতি বছর আবারও নতুন বার্তা দিয়েছেন এই ঢালিউড কুইন।
স্যোশাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া’। তার এই ক্যাপশনে আশার আলো দেখতে পাচ্ছেন নেটিজেনরা। তাদের অনেকেরই ধারণা দর্শকদের জন্য হয়তো সুখবর নিয়েই ঢালিউডে ফিরছেন অভিনেত্রী। কেউ কেউ বলছেন, হয়তো কোন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন শাবনূর। সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো সেই ছবির প্রশংসায় মেতেছেন ভক্ত-অনুরাগীরা।
ঢাকাই সিনেমার এই নায়িকা এরইমধ্যে চলচ্চিত্রে তিন দশক পার করেছেন। তবে হুট করে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। কিন্তু দর্শকমহলে এখনো বেশ জনপ্রিয় তিনি। তার অভিনীত সিনেমার গানগুলো এখনো সর্বোচ্চ ভিউয়ের তালিকায় রয়েছে।
১৯৯৩ সালে নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনুরের। সিনেমাটি বক্স অফিসে তেমন হিট না হলেও শাবনুরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি । তার অভিনীত বেশ কিছু বক্স অফিস কাঁপানো সিনেমা রয়েছে। সেগুলোর মধ্যে ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ও প্রিয়া তুমি কোথায়’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ–শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লাবাড়ীর বউয়ের এখনও ব্যাপক জনপ্রিয়।
এমআর//