খেলাধুলা

লিটনের সেঞ্চুরি দেখে নিজেকে সৌভাগ্যবান বলছেন তানজিদ

স্পোর্টস ডেস্ক

দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন ও তানজিদ গড়েন দুইশো পেরোনো জুটি ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত জিতেছে একটি ম্যাচ। স্বাভাবিকভাবেই অবস্থানটা বেশ খারাপ। দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে ঢাকা। ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে গড়েছিলেন ২৪১ রানের জুটি। লিটন ও তানজিদ দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা।

লিটনের জন্য বাস্তবতা হয়ে ধরা দিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকা। মূলত অফ ফর্মের কারণেই তাকে দলে রাখেনি নির্বাচকরা। আর যেদিন দল ঘোষণা হলো, সেদিনই লিটনের ব্যাটে আসে সেঞ্চুরি।

বুধবার (১৫ জানুয়ারি) বিপিএলের চিটাগাং পর্ব শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন তানজিদ তামিম।

লিটন প্রসঙ্গে তানজিদ কথা বলেছেন মন খুলে। অপরপ্রান্তে দাঁড়িয়ে লিটনের ব্যাটে সেঞ্চুরি দেখে নিজেকে ভাগ্যবান বলেছেন এই বাঁহাতি ব্যাটার। তিনি বলেন, আমি নিজে অনেক সৌভাগ্যবান। আমি ওনার বড় একজন ভক্ত। ওনার ব্যাটিং দেখাটাও একটা (দারুণ ব্যাপার)। অনেক উপভোগ করেছি। মানে কি বলবো, চোখজুড়ানো সব শট।’

লিটনের চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকা নিয়ে তানজিদ বলেন, ‘ভালো না খেললে বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। দাদা (লিটন) যেমন ব্যাটসম্যান, এদিক থেকে তাই আমার মন খারাপ যে উনি দলে নেই। যেভাবে সর্বশেষ দুই ম্যাচ খেলেছেন, ওনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি, সামনের ম্যাচগুলো অনেক ভালো করবেন।’

ঢাকা এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ১ টি জিতলেও, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তানজিদ আছেন তিনে। এখন পর্যন্ত ১৬ টি ছক্কা হাঁকিয়েছেন, যেখানে তার সংগ্রহ ২৪৬ রান। ছক্কার হিসেবে শীর্ষে তানজিদ। সমানসংখ্যাক ছক্কা মেরেছেন খুশদিল শাহ ও ইয়াসির আলী রাব্বি।

চট্টগামে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। 

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন তানজিদ হাসান তামিম | ঢাকা ক্যাপিটালস | লিটন দাস