খেলাধুলা

খো খো বিশ্বকাপ

খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: বাংলাদেশ খো খো ফেডারেশন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে গতকাল শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপের শীর্ষে ছিল লাল-সবুজের দল।

বুধবার (১৫ জানুয়ারি) দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে ১১৯-১০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। যেখানে পয়েন্টের ব্যবধান ছিল ১০৯। 

সি-গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের মাঠে নামবে বাংলাদেশ। অবশ্য পয়েন্টের ব্যবধান বলছে, হারলেও বাংলাদেশের সুযোগ আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯। স্কোর করেছে ২৫৮ পয়েন্ট। অন্যদিকে প্রতিপক্ষরা বাংলাদেশের বিপক্ষে স্কোর করতে পেরেছে মাত্র ৬০ পয়েন্ট। যেখানে পয়েন্টের ব্যবধান ১৯৮।

বাংলাদেশের মেয়েরাও কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে। শ্রীলঙ্কাকে গতকাল ৬৫ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে তারা। আজ জার্মানিকে ১০৫-১৮ ব্যবধানে হারিয়ে দেয় লাল সবুজের মেয়েরা।

সি-গ্রুপে বৃহস্পতিবার নেপাল ও ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এরমধ্যে একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন খো খো বিশ্বকাপ | বাংলাদেশ