আন্তর্জাতিক

যে কারণে শিগগিরই ৩৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বোমা হামলায় গাজায় বিধ্বস্ত একটি ভবন ছবি: সংগৃহীত

অবশেষে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পথে হাঁটতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ৩৩ জন  জিম্মিকে মুক্তি দিবে গাজার হামাস যোদ্ধারা। বিনিময়ে ৪২ দিন যুদ্ধবিরতি জারি থাকবে ইসরাইল ও হামাসের মধ্যে।

বুধবার (১৫ জানুয়ারি) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটি বলছে, কাতারের রাজধানী দোহায় আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির খুঁটিনাটি দিকগুলো চূড়ান্ত করা হচ্ছে।  বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

গেলো বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক ও ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি দুই শতাধিক ইসরাইলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। ওইদিনই বদলা নিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার পর থেকেই লড়াই জারি রয়েছে গাজায়।

মাঝে  জিম্মিদের মুক্তির বিনিময়ে কয়েকদফা যুদ্ধবিরতি চুক্তি হয় গাজা ও ইসরাইলের মধ্যে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুসারে, ২৫০ জন জিম্মির মধ্যে অনেককে ছাড়া হলেও ৯৪ জন এখনও বন্দি হামাসের হাতে। ইসরাইলি  কর্মকর্তারা জানান, এই জিম্মিদের মধ্যে মাত্র ৩৩ জন জীবিত রয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে তাঁদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ৪২ দিনের যুদ্ধবিরতি সাক্ষর হবে হামাসের সঙ্গে। এই যুদ্ধবিরতির মাধ্যমেই হয়ত পুরোপুরি থামতে পারে গাজায় যুদ্ধ-এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন হামাস | গাজা