গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আজ রাতে সংবাদমাধ্যম সম্মেলনে আসতে পারেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি।
কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কাতার নিউজ এজেন্টের (কিউএনএ) বরাতে এমন তথ্য দিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল।
দুই পক্ষ ( হামাস ও ইসরাইল) একটি চুক্তিতে পৌঁছেছে, সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী আল-থানি এমন ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে কাতারের আরেক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদাদ।
অন্যদিকে ইসরাইলি ও ফিলিস্তিন কর্মকর্তারা টাইমস অফ ইসরাইলকে বলেন, হামাস বন্দিদের মুক্তি দিতে সম্মতি জানিয়েছে। এছাড়া সংগঠনটি গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে।
এছাড়া হিব্রু ভাষার বেশ কয়েকটি গণমাধ্যম ইসরাইলি কর্মকর্তাদের বরাতে বলছে, বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা হতে পারে।
এনএস/