ফেনীতে দুই দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ সম্মেলনের উদ্বোধন হবে, যা শুক্রবার শেষ হবে। সম্মেলনের দ্বিতীয় দিন জুমার নামাজ পড়াবেন পবিত্র কাবা শরীফের প্রাক্তন ইমাম শায়েখ ড. হাসান বোখারী।
দাগনভূঞাঁ উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার উদ্যোগে স্থানীয় মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গির এক সংবাদ সম্মেলনে জানান, এ অনুষ্ঠানে লাখো মুসল্লির সমাগম আশা করা হচ্ছে। আগত অতিথি ও শ্রোতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। যানজট নিরসনে এবং পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি সম্মেলনের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
মাওলানা সালাহউদ্দিন আরও জানান, এই প্রথমবারের মতো বাংলাদেশে কাবা শরীফের কোনো ইমাম উপস্থিত হচ্ছেন। এটি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চট্টগ্রামের মিরসরাই এলাকার জন্য সবচেয়ে বড় ইসলামী মহাসম্মেলন হতে যাচ্ছে।
সম্মেলন বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে আয়োজকরা বলেন, এটি মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী এবং সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ার আহমদ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আহমাদুল্লাহ কাসেমী। এছাড়া উপস্থিত থাকবেন সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতের দারুল উলুম দেওবন্দের হাদীস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী এবং মেরাজুল হকসহ দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা।
এসি//