বিনোদন

সাইফের উপর আক্রমণ, কী পরিস্থিতি বাকি সদস্যদের, জানালেন স্ত্রী কারিনা

মধ্যরাতে ছোটে নবাবের বাড়িতে আক্রমণ। হামলায় গুরুতর আহত সাইফ আলি খান। হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। বান্দ্রা পুলিশ ঘটনার আগে এবং সেই সময়ের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করেছেন। বৃহস্পতিবার রাত আড়াইটের দিকে এই ঘটনাটি ঘটে। সেই সময় অভিনেতা তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে ঘুমাচ্ছিলেন। তবে কেমন আছেন পরিবারের বাকি সদস্যরা, এখনও জানা যায়নি।

সেই বিষয়ে বিবৃতি দিয়েছেন সাইফের স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপূর খান। করিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সকলে নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনও জল্পনা করবেন না। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।

সাইফের পুত্র তৈমুর ও জেহ-এর ঘরে ঢোকার চেষ্টা করেছিল এক ব্যক্তি। বাচ্চাদের যিনি দেখভাল করছিলেন, তিনি হঠাৎই একটি শব্দ শুনেই ঘুম ভেঙে যায়। বাচ্চাদের আওয়াজ পেয়ে উঠে পড়েন সাইফ ও পরিবারের বাকি সদস্যরাও। সাইফ যখন বাচ্চাদের ঘরে পৌঁছে দুষ্কৃতী তার উপর ছুরি দিয়ে আক্রমণ চালায়, এবং বেগতিক বুঝে পালিয়ে যায়।

বান্দ্রা পুলিশ জানায়, দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তিতে তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়। বিষয়টির তদন্ত চলছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চও ঘটনার তদন্ত চালাচ্ছেন। মোট ৬টি জায়গায় ছুরির আঘাত পেয়েছেন সাইফ আলি খান। লীলাবতী হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘মেরুদণ্ডের কাছে চোট পেয়েছেন অভিনেতা। অস্ত্রোপচার চলছে।’

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সাইফ | কানিরা