খেলাধুলা

জিততে জিততে চিটাগাংয়েও অপরাজিত রংপুর

স্পোর্টস ডেস্ক

ছবি: রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স ছুটছে, হারতে যেন মানা দলটির। চিটাগাং কিংসের বিপক্ষে ৩৪ রানের জয়ে টানা ৮ ম্যাচ অপরাজিত রংপুর। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চিটাগাং। ব্যাট করতে নেমে খুশদিল শাহর মারকুটে ২৮ বলে ৫৯ রানের ইনিংসে ১৬৪ রানের সংগ্রহ তোলে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানে থামে চিটাগাং। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টপ অর্ডারে স্টিভেন টেইলরের ৩২ বলে ৩৯ রানের ইনিংসে ভরসা খুঁজে পেয়েছিল রংপুর। আজ ব্যর্থ ছিলেন ইফতিখার আহমেদও। নুরুল হাসান সোহান, সাইফ হাসানরাও একইরকম ছিলেন। তবে একপাশে খুশদিল তার কাজটা করে গেছেন।

এই ব্যাটার ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে ছিল ২ টি চার ও ৭ টি ছয়ের মার।

চিটাগাং কিংসের পক্ষে বল হাতে আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম ২ টি করে উইকেট নিয়েছেন।

চিটাগাংয়ের ব্যাটিংয়ের গতি ছিল অনেকটাই ধীর। উসমান খান ফিরেছেন ইনিংসের প্রথম বলে। রাকিবুল হাসানের বলে উসমানের ফেরার পর পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৬ রানের ইনিংস খেলেন। গ্রাহাম ক্লার্ক আজ ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাটে আসে ২০ বলে ২৩ রান।

নাইম ইসলাম ২৪ বলে ১৯ রানে আউট হয়েছেন। শামীম হোসেন পাটোয়ারী ৩৮ (৩১) রান করলেও তা যথেষ্ট ছিল না। বাকি ব্যাটাররাও আশানুরূপ কিছু করেননি। রংপুরের বোলিং তোপেই থামতে হয়েছে তাদের।

রংপুর রাইডার্সের পক্ষে আকিফ জাভেদ একাই ৪ উইকেট নিয়েছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুর রাইডার্স | চিটাগাং কিংস