বিএনপি

ভ্যাট-শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত জনগণের ওপর চাপ বাড়বে : মির্জা ফখরুল

বায়ান্ন প্রতিবেদন

আওয়ামী লীগ সরকার বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পরিবর্তে বর্তমান সরকারের ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত  সরাসরি জনগণের ওপর চাপ বৃদ্ধি করবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে কার্যত ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পরিবর্তে বর্তমান সরকারের ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত  সরাসরি জনগণের ওপর চাপ বৃদ্ধি করবে।’ মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সরকারের সমন্বয়ের অভাব রয়েছে। 

তিনি আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। জ্বালানির উচ্চমূল্যের প্রভাব জনগণের দৈনন্দিন ব্যয়ের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।’

মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন যে মহার্ঘ্য ভাতা মূল্যস্ফীতির চাপ আরও বাড়াবে। তিনি বলেন, ‘ত্বরিত নির্বাচন আয়োজন করা হলে দেশের অনেক সমস্যা সমাধানের পথ খুলে যাবে। আমরা আগেও বলেছি, অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান, নীতিনির্ধারণে জনগণের কল্যাণকে সর্বাগ্রে প্রাধান্য দিন।’

তিনি আরও জানান, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে পরোক্ষ কর বাড়ানোর পরিবর্তে প্রত্যক্ষ করের দিকে মনোযোগ দেয়া উচিত। সাধারণ জনগণের ওপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা জাবিউল্লাহ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | ভ্যাট | মুদ্রানীতি