রাজনীতি

৮ বছরে ৪১ হাজার বার আমার চোখ-হাত বাঁধা হয়েছে : আযমী

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, তাকে টয়লেটে নিতেও যম টুপি পড়ানো হতো। বাঁধা হতো চোখ-হাত। দীর্ঘ ৮ বছরে ২ হাজার ৯০৮ দিনে মোট প্রায় ৪১ হাজার বার তার চোখ-হাত বাঁধা হয়েছে তার।

আজ শনিবার (১৮ জানুয়ারি) তার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।

তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তিলে ধরা হলো-

আমার বন্দীজীবনে যেই সেল এ আমাকে রাখা হয়েছিল সেখান থেকে টয়লেটটা ছিল আনুমানিক ৪৫/৫০ কদম দূরে। টয়লেটে যেতে হলে হাতে হাতকড়া পরিয়ে, মোটা কালো কাপড় দিয়ে চোখ বেধে, মাথার উপর থেকে ঘাড় পর্যন্ত যমটুপীর মত কালো মুখোশ পরিয়ে নিয়ে যাওয়া-আসা করতো। পরের দিকে অবশ্য আমার অব্যাহত অভিযোগের চাপে মুখোশ পড়ানো বন্ধ করেছিল।

আমি হিসাব করে দেখেছি, ২৯০৮ দিনে (৬৯,৭৯৪ ঘ:) মোট প্রায় ৪১ হাজার বার আমার চোখ-হাত বাধা হয়েছে। পৃথিবীর ইতিহাসে বোধ হয় এই রেকর্ড আর নেই।

কত নির্মম হতে পারে যালেমরা! মহান আল্লাহ বলেছেন, "আমি যুলুম হারাম করেছি"। আখেরাতে এই যালিমদের কি পরিনতি হবে বলে মনে করেন?

প্রসঙ্গত, ২০১৬ সালে গুমের শিকার হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সন্তান আবদুল্লাহিল আমান আযমী। দীর্ঘ ৮ বছর পরে গত ৬ আগস্ট রাতে তিনি আয়নাঘর থেকে মুক্তি পান।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন আযমী