দেশজুড়ে

লালমনিরহাটে আজহারীর মাহফিলে লাখো মানুষের সমাগম

বায়ান্ন প্রতিবেদন

লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে মাহফিল করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিতব্য এই মাহফিলকে ঘিরে মুসল্লি ও ভক্তদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। শুক্রবার রাত থেকেই কম্বল ও চাদর নিয়ে মাঠে অবস্থান নিয়েছেন বহু মানুষ।

শুক্রবার রাতেই মাহফিলস্থলে প্রায় ২ লাখ মানুষের সমাগম হয়েছিল। শনিবার সকাল থেকে এ সংখ্যা আরও বাড়ছে বলে জানা গেছে।

মাহফিলের প্রধান আয়োজক ও সভাপতি আব্দুল হাকিম জানিয়েছেন, মাহফিল সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আনসার, পুলিশ, র‍্যাব এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি বিশাল দল কাজ করছে। তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্য জেলার মতো এখানে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।

মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জানা গেছে, ড. আজহারী জোহরের নামাজ শেষে বয়ান শুরু করবেন এবং সন্ধ্যার আগেই তার বক্তব্য শেষ করবেন।

সভাপতি আব্দুল হাকিম আরও জানান, মাহফিল সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো শহরজুড়ে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তাদের বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছে।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম জানিয়েছেন, মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন। এছাড়া, আয়োজকদের পক্ষ থেকে প্রায় ৫ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন মিজানুর রহমান আজহারী | লালমনিরহাট