দেশজুড়ে

কক্সবাজার আসার পথে আটক তিন জাহাজ এখনও ছাড়েনি আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

মায়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ আটক করেছে আরাকান আর্মি। তল্লাশীর উদ্দেশ্যে আটক জাহাজগুলো এখনও ছাড়েনি তারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নাফনদীর নাইক্ষ্যংদিয়ায়  দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি।  টেকনাফ কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ আলম বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, পণ্য নিয়ে তিনটি কার্গো টেকনাফ স্থলবন্দরে আসার পথে মায়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে সেগুলো নিয়ে গেছে আরাকান আর্মি। বিষয়টি বাংলাদেশের জলসীমার বাইরে। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, কার্গোগুলো ছাড়িয়ে আনার ব্যাপারে আমরা কথা বলছি।

ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাফ নদের মোহনায় মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে তিনটি কার্গো আটকে দেয় আরাকান আর্মি। আটকে রাখা তিনটি কার্গোতে ৫০ হাজারের বেশি বস্তায় আচার, শুঁটকি ও সুপারিসহ বিভিন্ন পণ্য রয়েছে।

এসব পণ্যের আমদানিকারক শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াস, এম এ হাসেম, মো. ওমর ওয়াহিদসহ কয়েকজন ব্যবসায়ী।

জানা যায়, মায়ানমারে চলমান গৃহযুদ্ধে গেলো ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে  কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজার