জলবায়ুর পরিবর্তনের প্রভাবে তাপমাত্রার ওঠানামা অব্যাহত রয়েছে। কয়েকদিনের উষ্ণতা বৃদ্ধির পর পঞ্চগড়ে তাপমাত্রা ফের নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে।
রোববার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। ভোরের সূর্য আলোর ঝলকানি নিয়ে উদয় হলেও হিমেল বাতাসে শীতের তীব্রতা স্পষ্ট অনুভূত হচ্ছে।
এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে থাকা তাপমাত্রা হঠাৎ কমে ৭ ডিগ্রির ঘরে নামায় এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানিয়েছেন, দুই দিনের উষ্ণতার পর তাপমাত্রা ফের কমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। রোববার সকাল থেকে শীতের দাপট আরও অনুভূত হচ্ছে।
এসি//