খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোলে টেবিলের শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে কিক অফের ২৭ সেকেন্ডের মাথায় গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। লাস পালমাসের খেলোয়াড়েরা ১১ পাসে এই গোলটি করেন। মাদ্রিদ অবশ্য নিজেদের জাত ঠিকই চিনিয়েছে। ৪-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে স্প্যানিশ সুপার জায়ান্টরা।

ম্যাচের ১৮ ও ৩৬ মিনিটে দুইটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ১৮ মিনিটের গোলটি আসে পেনাল্টি কিকে। আর ৩৬ মিনিটের গোলটি এমবাপ্পে নিজ কৃতিত্বে করেছেন। এর আগে ৩৩ মিনিটের মাথায় ব্রাহিম দিয়াজ করেন এক গোল। সেখানেও অবশ্য এমবাপ্পের ভূমিকা ছিল।

রিয়াল মাদ্রিদের অবশ্য একাধিক গোল বাতিল হয়েছে। তা না হলে ৭-১ গোলের জয় দেখাও অমূলক ছিল না। বিরতির পর ৫৭ মিনিটের মাথায় গোল আসে রদ্রিগোর পা থেকে। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় বেনিতো রামিরেজ লাল কার্ড খেলে, ১০ জনের দলে পরিণত হয় পালমাস।

রিয়াল মাদ্রিদের এই জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াল মাদ্রিদ | লাস পালমাস