খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বিপক্ষে চাপ নিয়ে জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। অল্প রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়েছে। ম্যাচটি তারা জিতেছে ১৯.২ ওভারে।

বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ১৬ রানে। এরপর ক্রমাগত উইকেট হারিয়ে গেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ (৩৪) রান করেন আফিয়া আসিমা ইরা। তিনি রানআউটের শিকার হয়ে ফিরেছেন। বাকি ব্যাটারদের মধ্যে সুমাইয়া আক্তার সুবর্ণা কেবল দুই অঙ্কের (১৩) ঘরে পৌঁছেছেন।

অস্ট্রেলিয়ান বোলারদের পক্ষে চাওমহে ব্রে, ইলেনর লারোসা ও তেগান উইলিয়ামসন ২ টি করে উইকেট নিয়েছেন।

মাত্র ৯২ রান তাড়া করতে নামে অস্ট্রেলিয়ার মেয়েরা। দলটি তাদের প্রথম উইকেট হারায় দলীয় ২৬ রানে। এর পরের উইকেটের পতন ঘটে ৫০ রানে। এরপর থেকে থেকে উইকেট হারিয়েছে অজি মেয়েরা।

টপ অর্ডারে অধিনায়ক লুসি হ্যামিল্টন ৩০ (৩৫) রানে আউট হন, যা ছিল ইনিংস সর্বোচ্চ। এছাড়াও দুই ওপেনার কেট পেল্লে ও ইনেস ম্যাকন ১৬ ও ১৪ রান করেন। পরের ব্যাটাররা বেশ ভুগেছেন বাংলাদেশের বোলিংয়ে। উইকেট হারিয়ে বসা অজি দল শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করেছে। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ২ উইকেট, আর অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১ রান। 

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন জান্নাতুল মাওয়া।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল | অস্ট্রেলিয়া