বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ব্যাট করত নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান করে থামে সিলেট।
রনি তালুকদারের ৪৪ বলে ৬৮ রানের ইনিংস সিলেটের জন্য আশা জাগানিয়া ছিল। তবে তার মতো ইনিংস সিলেটের জন্য দরকার ছিল আরও। অ্যারন জোনস, জাকের আলী, আরিফুল হকরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি দলটি। শেষ ওভারেও তৈরি হয় নাটকীয়তা, যখন জিততে প্রয়োজন ১৭ রান।
মোস্তাফিজুর রহমানের সেই ওভারের প্রথম বলে সামিউল্লাহ শেনওয়ারি ছক্কা হাঁকিয়েছেন। পরের বল ওয়াইড হয়। এর পরের বলে আসে আরেকটি বাউন্ডারি। পরে অবশ্য সামাল দেন মোস্তাফিজ। আরিফুল হক ও শেনওয়ারি দুজনেই বিদায় নিয়েছেন। রুয়েল মিয়া শেষ বলে বাউন্ডারি হাঁকালেও, ৬ রানের কমতি ছিল সিলেটের।
সিলেটের দুই ওপেনার জর্জ মুনশি ও রনি- মুনশি ৩ রানে ফিরলেও, রনি মাঠে ছিলেন। আর মাঠে থেকেই সিলেটকে স্বপ্ন দেখিয়েছেন। তিনে নামা জাকির হাসানও ৮ রানে বিদায় নেন। তবে জোনসের ব্যাট দায়িত্বশীল ইনিংস খেলে, ৩২ বলে ৩৬ রানের। এখানে হয়তো প্রয়োজন ছিল আরেকটু স্ট্রাইক বাড়িয়ে খেলার।
জাকের আলী ১৩ বলে ২৮ রানের ক্যামিও খেলেছেন, যেখানে ছিল ৫ টি চারের মার। আরিফুল ১৩ বলে ২৯ রান করেন, ছিলেন শেষ ওভার পর্যন্ত। তার ব্যাটে আসে ৩ ছক্কা ও ২ চার। এর আগে রনি ৯ চারে ৬৪ রান করে ফিরেছেন। শেষ ওভারে আফগান শেনওয়ারি সিলেট দর্শকদের চাঙা করেছিলেন। কিন্তু মোস্তাফিজের ওভারের শুরুটা দাপট দেখিয়ে শুরু করলেও, শেষটা মনমতো হয়নি সিলেটের।
ঢাকা ক্যাপিটালসের পক্ষে বল হাতে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা ২ টি করে উইকেট নিয়েছেন।
এর আগে লিটন দাসের ৭০ (৪৮) রানের ওপর ভর করে ১৯৬ রানের সংগ্রহ তুলেছে ঢাকা। দলের পক্ষে ৩৭ (১৭) রানের ইনিংস খেলেছেন থিসারা পেরেরা। তানজিদ হাসান ও সাব্বির রহমানের ব্যাটে আসে ২২ ও ২৪ রানের ইনিংস।
লিটন ও তানজিদ ভালো কিছুর প্রত্যাশা দিয়ে ইনিংস শুরু করে। তানজিদ ব্যক্তিগত ২২ রানে ফিরেছেন। তবে লিটন তার ইনিংস বড় করেছেন। নিজের ফর্মে ফেরার বার্তা বেশ ভালোভাবেই দিচ্ছেন এই ওপেনার। লিটনের ৭০ রানের ইনিংসে আসে ৪ টি চার ও ৪ টি ছয়ের মার।
এরপর সাব্বির ও পেরেরা মিলে দলকে ভালো পুঁজির দিকে নিয়েছেন। দুজনেই আউট হয়েছেন, তবে ততক্ষণে ঢাকা ভালো সংগ্রহ পেয়ে যায়। অপরাজিত ছিলেন ফারমানুল্লাহ ও মুকিদুল ইসলাম।
সিলেট স্ট্রাইকার্সের পক্ষে বল হাতে টিপু সুলতান ও সামিউল্লাহ শেনওয়ারি ২ টি করে উইকেট নিয়েছেন।
এম এইচ//