লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো খুলনা টাইগার্স। এই ম্যাচের ওপর নির্ভর করছিল দুর্বার রাজশাহীর ভাগ্য। তবে খুলনা জিতে যাওয়ায়, সেরা চারে ওঠা হচ্ছে না রাজশাহীর।
ঢাকার দেয়া ১২৩ রানের লক্ষ্যমাত্রা ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় খুলনা।
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ ৭৪ (৫৫) রানে অপরাজিত ছিলেন। অধিনায়কের দায়িত্ব নিয়েই ব্যাট চালিয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান অবশ্য শুরুতে মোহাম্মদ নাইম ও আফিফ হোসেনের উইকেট নিয়ে কিছুটা শঙ্কা জাগিয়েছিলেন। তবে খুলনা নিজেদের নিয়ে নিশ্চিত ছিল বলতেই হয়।
মিরাজকে সঙ্গ দিয়েছেন অ্যালেক্স রস ১৯ বলে ২২ রান করে। এছাড়াও উইলিয়াম বসিসতো করেছেন ২০ বলে ১৮ রান।
পয়েন্ট টেবিলে এখন খুলনার অবস্থান চারে। তারা ১২ ম্যাচ খেলে ৬ জয় ও নেট রান রেট ০.১৮৪ নিয়ে এই অবস্থানে এসেছে। অন্যদিকে বিদায় নেয়া রাজশাহী একইরকম ৬ জয় নিয়ে -১.০৩০ নেট রান রেট নিয়ে টেবিলের পঞ্চমে নেমে গেছে। চিটাগাং কিংস তিন নম্বরে এবং ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছে।
এমএইচ//