মেক্সিকোর ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপকে কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন দেশটির অর্থনৈতিক সেক্রেটারি মার্সেলো এব্রার্ড। মেক্সিকো সিটিতে শুক্রবার (৩১ জানুযারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লাতিন আমেরিকার দেশ থেকে আমদারি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কৌশলগত ভুল। আমরা বুঝতে পারি কেন এই কৌশলগত ভুল পদক্ষেপ তিনি নিয়েছেন। ২৫ শতাংশ শুল্কের বিষয়টি পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। এতে মার্কিন জনগেণের ওপর বেশ প্রভাব পড়বে। কারণ তাদের পণ্য কিনতে মার্কিন যুক্তরাষ্ট্রের লাখ লাখ পরিবারকে ২০ ভাগ বেশি ব্যয় করতে হবে।
মেক্সিকোর এই অর্থনৈতিক সেক্রেটারি আরো বলেন, ‘আমরা গাড়ি এবং অটো যন্ত্রাংশের প্রধান সরবরাহকারী। তাই এটি এক কোটি ২০ লাখ আমেরিকান পরিবারকে প্রভাবিত করবে। শনিবার থেকেই মেক্সিকান পণ্য কিনতে যাদের ২০ ভাগ পর্যন্ত, বেশি দিতে হবে। ।
প্রসঙ্গত, কানাডা, মেক্সিকো এবং চীন থেকে আমদানী করা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকেই মেক্সিাকোর ওপর ২৫ শতাংশ, একই পরিমাণ কানাডার ওপর এবং ১০ শতাংশ চীনের ওপর শুল্ক আরোপ কার্যকর হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সুবিচার করেনি—এই দাবি করে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়ার কারণ ব্যাখ্যা করে লেভিট জানান, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের কারণ হলো, 'আমাদের দেশে তাদের সরবরাহ করা এবং ছড়িয়ে দেওয়া অবৈধ ফেন্টানিল। যা কয়েক লাখ মার্কিনীর প্রাণ নিয়েছে'। যুক্তরাষ্ট্রে আসা বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতির সমাধানে ট্রাম্পের এই পদক্ষেপ।
এমআর//