খেলাধুলা

বিতর্কে ভারতের কনকাশন-সাব, বাটলারের ক্ষোভ-বিরক্তি

স্পোর্টস ডেস্ক

ছবি: অ্যাসোসিয়েট প্রেস

ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ ম্যাচের একটি ঘটনা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় অলরাউন্ডার শিবাম দুবের কনকাশন-সাব হিসেবে নামানো হয়েছেন পেসার হারশিত রানাকে। দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, যিনি খুব সামান্যই বোলিং করেন। অন্যদিকে হারশিত পুরোদস্তুর একজন পেস বোলার। 

কনকাশন সাবের নিয়ম অনুযায়ী এখানে কিছু বিতর্ক তৈরি হওয়া স্বাভাবিক। আইসিসির নিয়ম অনুযায়ী, ইনজুরির কারণে যে খেলোয়াড়কে কনকাশন সাব করানো হবে তার পরিবর্তে লাইক ফর লাইক অর্থাৎ সেই খেলোয়াড় যে ভূমিকায় খেলেন- তেমন একজনই খেলোয়াড় নামানো যাবে। তিনি যদি অলরাউন্ডার হন, তবে অলরাউন্ডার। বোলার বা ব্যাটসম্যান হলে সেরকম একজনই নামবেন।

গতকালের ম্যাচে ব্যাট হাতে দুবে ৩৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। আবার যখন হারশিত নেমেছেন, তখন ব্যাট করছিলো ইংল্যান্ড। হারশিত একাই শিকার করেছেন ইংলিশদের ৩ গুরুত্বপূর্ণ উইকেট।

অনেকেই দাবি করছেন, ভারত ১২ জন খেলোয়াড় নিয়ে খেলেছেন। এমনকি ম্যাচ শেষে বাটলারও বিরক্তি থেকে খোঁচা দিয়েছেন ভারতকে। এমন সিদ্ধান্ত নিয়ে তারা অবাক হয়েছেন বলেও জানিয়েছেন।

বিবিসি স্পোর্ট
বিবিসি স্পোর্ট

বাটলার সংবাদ সম্মেলনে এসে বলেন, এটা সঠিক পরিবর্তন ছিল না। সমান পরিবর্তনের জন্য হয়তো দুবেকে ঘণ্টায় ২৫ মাইল গতিতে বল করতে হবে, নয়তো ব্যাটিংয়ে ‍উন্নতি করতে হবে রানার।

আমি যখন ব্যাট করতে নামি, তখন আমার মনে প্রশ্ন জাগে ‘‘হার্ষিত কার পরিবর্তে খেলছে?’’ তারা বলল যে তাকে কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে, যার সঙ্গে আমি একমত নই। কিন্তু খেলার অংশ ভেবেই আমি জয়ের লক্ষ্যে ম্যাচটা চালিয়ে নিই।

এরপর মজার ছলে ইংলিশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত পরবর্তী ম্যাচে আমরা টস দিতে নামলে বলব যে আমরা ১২ জন নিয়ে খেলছি।

পুরো ঘটনাটি নিয়ে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররাও প্রশ্ন তুলছেন। এরমধ্যে অ্যালিস্টার কুক, মাইকেল ভনরা কথা বলেছেন।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। 

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইংল্যান্ড | জস বাটলার | ভারত