বিপিএলের প্লে-অফ শুরু হচ্ছে আজ থেকে। দুপুরে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। শেষদিকের এই ম্যাচ ঘিরে তারার মেলা বসেছে দলগুলোতে। দুই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নিজেদের ফেসবুক পেজে দুই উইন্ডিজ ক্রিকেটারকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছে খুলনা। হেটমায়ার একজন হার্ডহিটিং ব্যাটার, অন্যদিকে হোল্ডার অলরাউন্ডার।
এর আগে, রংপুর রাইডার্সে নতুন করে যোগ দিয়েছেন ৪ বিদেশি ক্রিকেটার। যেখানে আছেন; ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ইংল্যান্ডের জেমস ভিন্স ও ইংলিশ কাউন্টি খেলা মিডল অর্ডার ব্যাটার অনেরিন ডোনাল্ড।
দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর ও খুলনা।
এমএইচ//