বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ কিছু দলের জন্য গুরুত্বপূর্ণ দিন। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। যে ম্যাচে ঢাকার হারানোর আর কিছু নেই। তবে খুলনা জিততে পারলে প্লে-অফটা নিশ্চিত হবে বলা যায়।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে একেবারেই সুবিধা করতে পারেনি ব্যাটিংয়ে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ বলে ৫৮ (৩৭) রান করেছেন তানজিদ হাসান তামিম।
বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন সাব্বির রহমান (২০), লিটন দাস ১০ (১০) ও মেহেদী হাসান রানা (১৩)।
খুলনার পক্ষে বল হাতে সকল বোলার অন্তত একটি করে উইকেট নিয়েছেন। যেখানে হাসান মাহমুদ ও উইলিয়াম বসিসতো ২ টি করে উইকেট নেন।
এমএইচ//