সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয়, বিষয়টি অজানাও নয়। বাংলাদেশের জার্সিতে একসাথে খেলেন না দুজন, সেটিও অনেকদিন হয়ে গেছে। তবে সম্ভাবনা তৈরি হয়েছে মাঠের ক্রিকেটে দুজনকে এক টুর্নামেন্টের দেখার। সাত দলের লিজেন্ড ৯০ লিগে হতে পারে সেই সুযোগ।
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড ৯০ লিগ। যেখানে তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ ইউনিকারি। অন্যদিকে সাকিবকে নিয়েছে দুবাই জায়ান্টস।
বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না তামিমকে। সম্প্রতি নিজের অবসরের কথা অফিশিয়ালি জানিয়ে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। তিনি এখন খেলছেন ফরচুন বরিশালের হয়ে, দায়িত্ব পালন করছেন অধিনায়কের। এদিকে সাকিবের বিষয়টি একটু আলাদা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওডিআই চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনে দেশের জার্সিতে সাকিবকে দেখার সুযোগ কমে এসেছে।
গতকাল (সোমবার) রাতে তামিমের একটি ভিডিও লিজেন্ড ৯০ পেজে পোস্ট করা হয়। যেখানে তামিম বলেন, ‘রোমাঞ্চ নিয়ে জানাচ্ছি, লিজেন্ড ৯০-তে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট কিংবদন্তিদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। এটি লিজেন্ডারি হতে যাচ্ছে। দেখা হবে।’
লিজেন্ড ৯০ লিগে দেখা যাবে আরও দুই সাবেক বাংলাদেশি ক্রিকেটারকে। আবদুর রাজ্জাক খেলবেন বিগ বয়েজ ইউনিকারির হয়ে। অন্যদিকে মোহাম্মদ আশরাফুলকে দেখা যাবে গুজরাট স্যাম্প আর্মিতে।
এমএইচ//