আন্তর্জাতিক

পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান হালেভি

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি ছবি: সংগৃহীত

ইসরাইলি ভূখণ্ডে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধাদের হামলার ঘটনায় নিজের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান হারজি হালেভি।মঙ্গলবার (২১ জানুয়ারি) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হালেভি। তবে ইসরাইলের নতুন সেনাপ্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পদত্যাগপত্র জমা দেওয়ার পর হারজি হালেভি জানান, ভয়ঙ্কর ওই হামলা প্রতিরোধে আমার দায়িত্বে ব্যর্থতা প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয়। ঘণ্টার পর ঘণ্টা এবং আমার জীবনের অবশিষ্ট সময়টুকু এই ব্যর্থতা আমাকে কুঁকড়ে কুঁকড়ে খাবে।   

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পদত্যাগপত্র গ্রহণ করে সামরিক বাহিনীতে অসামান্য অবদানের জন্য হালেভিকে ধন্যবাদ জানান। 

ইসরাইল  সেনাবাহিনীর অনেক সিনিয়র সামরিক কর্মকর্তা এরইমধ্যে ৭ অক্টোবর ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। সামরিক বাহিনীর দক্ষিণ অঞ্চলের প্রধান কমান্ডার মেজর-জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ঘরে চলা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।  ফিরিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে এক হাজারের বেশি ইসরায়েলি নাগরিকতে হত্যা ও আড়াইশোর বেশি জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। ওইদিনই গাজায় বিমান হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে স্থল অভিযানেও নামে দেশটির সেনাবাহিনী।  তাদের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।  আর পুরো গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন হালেভি