খেলাধুলা

ইতিহাসগড়া আয়ে বিলিয়নিয়ার রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

মাঠের খেলায় প্রতাপ নিয়ে ছুটছে রিয়াল মাদ্রিদ। এদিকে এক বছরেই বিলিয়ন রাজস্ব আয়ের বিশ্বরেকর্ড গড়েছে ক্লাবটি। যা ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে। যুক্তরাজ্যের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান ‘ডেলয়েট’-এর গবেষণায় এই তথ্য উঠে এসেছে। জানা যায়, ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের আয় হয়েছে ১.০৫ বিলিয়ন ইউরো (১.০৯ বিলিয়ন ডলার)।

এক বছরে কোনো ফুটবল ক্লাব বিলিয়নিয়ার হওয়ার ঘটনা এবারই প্রথম। সবশেষ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ ট্রেবল জিতেছিল মাদ্রিদ। রাজস্ব আয়ে রিয়ালের পর অবস্থান ম্যানচেস্টার সিটির, তাদের আয় ৮৭২ মিলিয়ন ডলার। এরপর আছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই, পিএসজি। তাদের আয় ৮৩৯ মিলিয়ন ডলার।

ম্যানসিটি তালিকার দ্বিতীয় স্থানে। তাদের সঙ্গে মাদ্রিদের ব্যবধান ২১৬ মিলিয়ন ডলারের। মূলত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সংস্কার করার পরই ক্লাবটির রাজস্ব বাড়তে থাকে। এতে মাঠে দর্শক বেড়েছে, সমর্থকদের উপস্থিতি বেড়েছে। আর বেড়েছে রিয়াল মাদ্রিদের রাজস্ব আয়।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াল মাদ্রিদ | রাজস্ব আয়