সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিজের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দায় স্বিকার করতে তিনি প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিবেন।
আমার অনুরোধ থাকবে যাঁরা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমানসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত’।
আই/এ