লিটন দাসের জন্য বর্তমান সময়টা মনের দিক থেকে ভালো যাওয়ার কথা নয়। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা পাননি। অবশ্য বিপিএলের চলতি আসরে পারফরম্যান্সে দীপ্তি ছড়িয়ে দিচ্ছেন এই ডানহাতি ব্যাটার। আলোচনা উঠেছে চ্যাম্পিয়নস ট্রফির দলে ঢুকেও যেতে পারেন তিনি।
এরমধ্যে নতুন খবর, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লিটন।
গত বছরের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য ৫ জনের তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি। যেখানে লিটন ছাড়াও আছেন ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জয়সোয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় ২০২৪ সালে বাংলাদেশের জন্য বড় ঘটনা ছিল। তাদেরই মাটিতে ২ ম্যাচের দুইটিতেই হারিয়ে দেয় টাইগাররা। সিরিজ জয় ও হোয়াইটওয়াশের স্বাদ পায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেন লিটন।
বাংলাদেশ তখন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিল। সেখান থেকে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। তিনি ২২৮ বলে ১৩৮ রান করেন। ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় ৬ উইকেটের ব্যবধানে।
লিটন দাসের এই ইনিংসটি ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে।
এমএইচ//