খেলাধুলা

‘বাংলাদেশকে ভারতেই খেলতে হবে’- এমন দাবিকে অসত্য বলল বিসিবি

স্পোর্টস ডেস্ক

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আইসিসিকে পাঠানো বিসিবির মেইলের জবাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে—বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

বুধবার (০৭ জানুয়ারি) দুপুরের দিকে প্রকাশিত বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসি বিসিবির উত্থাপিত নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সেগুলোর সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির মতামত ও পরামর্শকে স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে।

এই বিবৃতির মধ্য দিয়ে বিসিবি স্পষ্টভাবে অস্বীকার করেছে সাম্প্রতিক কিছু গণমাধ্যম প্রতিবেদনের দাবি। বিশেষ করে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো যে খবর প্রকাশ করেছিল—বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে ভারতেই গিয়ে বিশ্বকাপ খেলতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে—সে বিষয়টিকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছে বোর্ড।

বিসিবির ভাষ্য অনুযায়ী, আইসিসির পাঠানো বার্তায় এমন কোনো আলটিমেটাম বা চূড়ান্ত সতর্কবার্তার উল্লেখ নেই এবং গণমাধ্যমে প্রচারিত এসব খবর আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সেই অবস্থান থেকে তারা একচুলও সরছে না। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ যাতে নিরাপদ, সফল ও নির্বিঘ্ন হয়—সেই লক্ষ্যেই আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার, সহযোগিতামূলক ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি। বোর্ড আশা করছে, আলোচনার মাধ্যমেই একটি বাস্তবসম্মত ও সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

এর আগে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। সেই প্রেক্ষাপটেই গত মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। 

সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আইসিসির প্রতিক্রিয়ায় তা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। যদিও চূড়ান্ত সমাধান এখনো আসেনি, তবে আলোচনার পথ খোলা থাকায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিসিবি। এখন দেখার বিষয়—এই আলোচনার শেষ পরিণতি কী হয় এবং কোন বাস্তবতায় বিশ্বকাপে মাঠে নামে বাংলাদেশ দল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #টি-টোয়েন্টি বিশ্বকাপ #বাংলাদেশ #ভারত #বিসিবি #আইসিসি