২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ছাড়বে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছে সংস্থাটি। শুক্রবার (২৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ মুখপাত্র ফারহান হক বলেন, গত সোমবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি। ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।
এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সরকারের কোনো অর্থ, সহায়তা বা সম্পদ ডব্লিউএইচওকে দেওয়া না হয়, সে ব্যাপারে ট্রাম্প তাঁর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পাশাপাশি মার্কিন সরকারের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালককে নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণা বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’ র জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সংস্থাটির সবচেয়ে বড় আর্থিক সহায়তাকারী সদস্য দেশ । ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে সংস্থাটিতে ২৬১ মিলিয়ন ডলার অনুদান দেয় যুক্তরাষ্ট্র, যা ওই সময় মোট অনুদানের প্রায় ১৮ শতাংশ। অনুদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই আছে চীন। উল্লিখিত সময়ে সংস্থাটিতে চীনের অনুদানের পরিমাণ ১৮১ মিলিয়ন ডলার।
এনএস/