আগামী মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা শঙ্কা নিয়ে ভারতে গিয়ে এই বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নজরে এনেছে পিসিবি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সেই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
‘ক্রিকইনফো’ সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবারের আসরটি আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এর পরিবর্তে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। গেল সপ্তাহে ঢাকায় সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি। আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে চাইলেও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসছে না। তাদের মতে, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলা সম্ভব নয়।
এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিতে পারে পিসিবি। এমনকি বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তান নিজেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে—এমন কথাও শোনা গিয়েছিল। তবে এসব বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এসএইচ//