দেশজুড়ে

কুয়াশায় চালকদের ঘুম, মহাসড়কে দীর্ঘ যানজট

ছবি: সংগৃহীত

কুমিল্লায় মহাসড়কে কুয়াশায় গাড়ি থামিয়ে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন এক চালক। এতে পেছনের গাড়ি না যেতে পেরে সৃষ্টি হয় যানজট। সেই যানজটে পড়ে ঘুমিয়ে যান পেছনে থাকা অন্য গাড়ির  চালকরাও। আর এতেই তৈরি হয় ৫ কি.মি. দীর্ঘ জটের।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাত থেকে এই ঘটনা ঘটেঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা ও চালকরা জানান, ভোর ৩টার দিকে অতিরিক্ত কুয়াশা পড়তে থাকে। এতে ঢাকামুখী যানবাহনগুলো সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে। ভেতরে চালকরা ঘুমিয়ে যান। আস্তে আস্তে সড়কের কিছু অংশে ধীরগতির সৃষ্টি হয়। এতে পেছনের চালকরাও গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ধীরে ধীরে তা রূপ নেয় দীর্ঘ যানজটে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুটুম্বপুর থেকে গোমতা হয়ে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে যানজট।

 হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক  বলেন, খবর পেয়ে তারা সড়কে এসে সবাইকে চালকদের জাগিয়েছেনঅনেককে ডাকাডাকি করে জাগাতে হয়েছে। এখন গাড়ি চলছে তবে কিছুটা যানজট রয়ে গেছে। পুলিশ কাজ করছেকিছুক্ষণের মধ্যেই যানজট দূর হবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন চালক | কুমিল্লা