ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণে মারা গেছেন ৮ জন ও আহত হয়েছেন ৭ জন। এছাড়া কারখানাটিতে অনেকেই আটকা পড়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই ঘটনা।
ভারতের কেন্দ্রীয় সড়ক উন্নয়নমন্ত্রী নিতিন গড়কড়ির বরাতে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। দুই জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ১০ জন আটকা পড়ে আছেন।
এনএস/