খেলাধুলা

বর্ষসেরা ওয়ানডে দলে নেই ভারত-বাংলাদেশের কেউ

স্পোর্টস ডেস্ক

ছবি: আইসিসি

বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা হয়নি ভারত বা বাংলাদেশের কোনো ক্রিকেটারের। সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার আছেন শ্রীলঙ্কা থেকে। এছাড়াও ১১ জনের এই দলে আছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের খেলোয়াড়। 

ভারত, বাংলাদেশ কেবল নয়; অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কেউ নেই এই দলে।

শ্রীলঙ্কার ৪ জন বাদে, পাকিস্তান ও আফগানিস্তান থেকে সর্বোচ্চ ৪ জন করে খেলোয়াড় আছেন। ওয়েস্ট ইন্ডিজের ১ জন ক্রিকেটার আছেন বর্ষসেরা দলে।

২০২৪ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ওপেনিংয়ে রাখা হয়েছে পাকিস্তানের সাইম আইয়ুব ও রহমানুল্লাহ গুরবাজকে। তিন নম্বরে আছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। পরের দুটি জায়গাতেও দুই লঙ্কান; কুশল মেন্ডিস উইকেটরক্ষকের দায়িত্বে, অধিনায়ক হিসেবে রাখা হয়েছে চারিথ আসালাঙ্কাকে।

একমাত্র উইন্ডিজ শেরফেন রাদারফোর্ড আছেন এর পরের অবস্থানে। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন; যারা অলরাউন্ডার হিসেবে ব্যাট ও বলে ভূমিকা রাখতে পারেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ দুই পেসার আছেন এই দলে। স্পিনার হিসেবে আছেন আরেক আফগান আল্লাহ গজনফার। 

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বর্ষসেরা ওয়ানডে দল | আইসিসি