সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে যাত্রা শুরু করেছেন। তবে শাহবাগে আসার পর পদযাত্রাটিকে আটকে দিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়া হয়।
এসময় বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে দেখা গেছে।
তার আগে দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে করা সমাবেশ থেকে দুপুর ২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন শিক্ষকরা।
১০ম গ্রেডের দাবিতে আজ ভোর থেকে সারাদেশ থেকে এসে শহিদ মিনারে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় তাদের সমাবেশ শুরু হয়।
আই/এ