যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় চার নারী ইসরাইলি বন্দিকে শনিবার মুক্তি দিয়েছে গাজার সশস্ত্র সংগঠন হামাস। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
মুক্তি পাওয়া করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ- ইসরাইলি সেনাবাহিনীর সদস্য। এসব বন্দির বিনিময়ে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরাইল।
মুক্তি দেয়ার আগে চার নারী ইসরাইলি বন্দিকে গাজা শহরে একটি মঞ্চে তোলা হয়। মঞ্চটি ঘিরে ছিলো হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক ও হামাসের সশস্ত্র সদস্য। রেডক্রসের গাড়িতে উঠার আগে বন্দিরা হাত নেড়ে শুভেচ্ছা জানায় ও তাদের হাসতে দেখা যায়।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে এসব বন্দিদের অপহরণ করে হামাস। সেই সময় হামাসের হামলায় ১২০০'র অধিক ইসরাইলি নাগরিক মারা যায়।
গত রোববার (১৯ জানুয়ারি) থেকে হামাস-ইসরাইলের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি দ্বিতীয়বারের মত বন্দি বিনিময় । প্রথম দফায় ৩ জন ইসরাইলি বন্দির বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিলো ইসরাইল।
হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি তিন ধাপে কার্যকর হবে। এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের। এসময় হামাসের হাতে থাকা ৩৩ বন্দির বিনিময়ে ১৯০০ ফিলিস্তিনে মুক্তি দিবে ইসরাইল।
দ্বিতীয় ধাপে ইসরাইলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজা থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরাইলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। গাজা পুনর্গঠন শুরু হবে।
এনএস/