দেশজুড়ে

আরাকান আর্মির কাছে এখনও আটক কক্সবাজারগামী একটি কার্গো

নয় দিন পার হয়ে গেলেও মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো এখনও ছাড়েনি দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর আগে সোমবার আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো টেকনাফে পৌঁছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে আমদানিকারক কায়েছ এন্টারপ্রাইজের মালিক নুরুল কায়েছ সাদ্দাম বলেন, এখনও একটি পণ্যবাহী কার্গো বোট ছাড়েনি। সেখানে তার নিজের এবং কয়েকজন ব্যবসায়ীর  প্রায় ৩০ হাজার বস্তা বিভিন্ন মালামাল রয়েছে

বন্দরের এক ব্যবসায়ী জানান , আরাকান আর্মি এখনও একটি পণ্যবাহী বোট ছাড়েনি। মূলত তল্লাশির নামে বোটে থাকা অনেক মালামাল খালাস করে চেক করছে। তাদের তল্লাশি এখনও চলছে। দু-একদিনের মধ্যে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওই কার্গো বোটটির মালিক সেদেশের শীর্ষ এক সেনা কর্মকর্তার ঘনিষ্ঠজন। সে কারণে আরাকান আর্মি চাপ প্রয়োগ করতে তল্লাশির নামে আটকে রেখেছে। পাশাপাশি আরাকান আর্মি এখন থেকে সীমান্তে বাণিজ্যে ভাগ বসাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এর আগে দুটি পণ্যবাহী কার্গো বোট আরাকান আর্মির হেফাজত থেকে টেকনাফে পৌঁছেছিল। তবে নয় দিন পার হয়ে গেলেও তাদের কাছে আরও একটি পণ্যবাহী বোট রয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন টেকনাফ