জাতীয়

আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হবে, এটা ইসির নয় : সিইসি

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে রাজনৈতিক বির্তক চলছে। আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হবে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নয়। তফসিল ঘোষণার সময় যেসব দল নিবন্ধিত থাকবে তারা নির্বাচন করবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটার হালনাগাদ ও সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না। তাই আইনের সংশোধন জরুরি।

সিইসি বলেন, আমরা সুষ্ঠু ভোটের জন্য পুলিশের উপর নির্ভর করতে চাই না, আমরা জনগনকে ভরসা করবো, উৎসবমূখর পরিবেশে মানুষ ভোট দিবে, তারাই ভোটকেন্দ্র পাহারা দিবে যাতে কোন অনিয়ম না হয়, কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।

তিনি বলেন, পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে। পার্লামেন্টারি স্টান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে।

তিনি বলেছিলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর। মোটাদাগে এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন।

সিইসি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) দেয়া লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু করা গেছে। সরকারের অর্থ সাশ্রয় করতে চাই আমরা।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সিইসি