দেশজুড়ে

শৈত্যপ্রবাহের ছোবলে চুয়াডাঙ্গা, তাপমাত্রা একদিনে কমলো ৩ ডিগ্রি

বায়ান্ন প্রতিবেদন

চুয়াডাঙ্গায় একদিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। 

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় তা নেমে আসে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, হঠাৎ তাপমাত্রা হ্রাস পাওয়ায় চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

অত্যাবশ্যক কাজ ছাড়া বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার প্রয়োজনে যারা বাইরে যেতে বাধ্য হচ্ছেন, তাদেরও তীব্র শীতের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন চুয়াডাঙ্গা | শৈত্যপ্রবাহ