আন্তর্জাতিক

আফগানিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

রানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি রোববার আফগানিস্তান সফরে গেছেন। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ও পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন আরাগছি।  

গুরুত্বপুর্ণ এই সফরে দেশ দুটির মধ্যে আফগান অভিবাসী, পানি বণ্টন সমস্যা ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। 

২০২১ সালে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসে তালেবান। তবে এখনো পর্যন্ত কোন দেশের স্বীকৃতি পায়নি দেশটির সরকার।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয় ইউনিয়নসহ অনেক দেশ তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।    

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তান | সফরে | ইরানের | পররাষ্ট্রমন্ত্রী