বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষ আজ রোববার (২৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ঢাকা পর্ব। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।
ম্যাচের দিনই দুপুরে নিজেদের হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা।
এরপরই গুঞ্জন ওঠে হোটেল বিল বকেয়া থাকায় হোটেল পরিবর্তন করতে হয়েছে রাজশাহীকে। যদিও ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তার গণমাধ্যমকে জানান দুটি হোটেলই একই মালিকের।
এদিকে ম্যাচের দিনেই হোটেল পরিবর্তনের ভোগান্তিতে বিরক্ত রাজশাহীর ক্রিকেটাররা। এছাড়াও রংপুরের বিপক্ষে ম্যাচের আগেই বিদেশি ক্রিকেটাররা নিজেদের বকেয়া পারিশ্রমিক চেয়েছেন। পারিশ্রমিক না পেলে খেলতে নামবেন না তারা এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।