জাতীয়

জার্মানির সঙ্গে নতুন বাণিজ্যিক দুয়ার উন্মোচিত হবে : প্রেস সচিব

কূটনৈতিক প্রতিবেদক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,  প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর বড় একটি অর্জন। জার্মানি থেকে বাংলাদেশে বিজনেস ডেলিগেশন, স্পেশাল ডেলিগেশন আসবেতারা এসে নীতি-নির্ধারক ও দেশের বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। আমরা মনে করি এর মাধ্যমে জার্মানির সঙ্গে আমাদের বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হবে। 

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত নিয়মিত বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটি একটি ঐতিহাসিক সফর ছিল। সভায় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। সেই সঙ্গে বাংলাদেশের জন্য সবকিছু করার কথা জানিয়েছেন ওলাফ শলৎস স্ব-উদ্যোগে বাংলাদেশে বিজনেস ডেলিগেশন, স্পেশাল ডেলিগেশন পাঠানোর কথা জানিয়েছেন। তারা এসে নীতি-নির্ধারক ও দেশের বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য সাহায্য বন্ধ করছে না। এ জন্য প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে। যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। এ ইস্যুতে আয়োজিত সম্মেলনের সহ-আয়োজক জাতিসংঘ।

পোশাক শিল্প নিয়ে শফিকুল আলম বলেন, গার্মেন্টসের এক্সপোর্ট কি কমেছে? আজকেও একটা পত্রিকায় দেখলাম যে ৫১টি ফ্যাক্টরি বন্ধ হয়েছে। ফ্যাক্টরি বন্ধ হবে, খুলবে, একটা ন্যাচারাল প্রসেস। সরকার দেখে যে বাংলাদেশের এক্সপোর্ট বাড়ছে কি না।  বাংলাদেশের এক্সপোর্ট সেপ্টেম্বরে বেড়েছে ৭ শতাংশ, অক্টোবরে ১৬/১৮ শতাংশ, নভেম্বরে প্রায় ২২ শতাংশ। ডিসেম্বরে ১৮ শতাংশের মতো। আমাদের গ্রোথ এরকম

পাচারের টাকা ফিরিয়ে আনার বিষয়ে প্রেস সচিব বলেন, পাচার করা টাকা ফিরিয়ে আনা খুবই স্লো প্রসেসএটার জন্য যত দ্রুত পদক্ষেপ নেয়া দরকার সরকার সেই পদক্ষেপই নেয়া হয়েছেসেন্ট্রাল ব্যাংক থেকে টাস্কফোর্স, অ্যাসেট রিকভারি কমিটি করে দেয়া হয়েছে। ১১টা টিম কাজ করছছেসারা বিশ্বের টপ টপ এজেন্সির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে

প্রসঙ্গত, এসময় প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ, অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

 

আই/এ-এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেস সচিব