লা লিগা বাদে অন্যান্য প্রতিযোগিতাগুলোতে বেশ দুর্দান্ত গতিতে ছুটছিল বার্সেলোনা। তবে স্প্যানিশ লিগে নিজেদের শেষ চার ম্যাচে পয়েন্ট হারিয়ে ফেলে ক্লাবটি। সেখান থেকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৭-১ গোলের জয়ে দারুণ আশা দেখাচ্ছে বার্সাকে।
রোববার (২৬ জানুয়ারি) রাতে ভ্যালেন্সিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধেই ৫ বার বল জালে জড়ায় কাতালান ক্লাবটি। পরের অর্ধে একটি বার্সার গোল, অন্যটি আত্মঘাতী ছিল।
ফেরমিন লোপেজ জোড়া গোল করেন বার্সার পক্ষে। এরপর এই তালিকায় নাম লিখিয়েছেন ফ্রেঙ্কি ডি ইয়াং, ফেরান তোরেস, রাফিনিয়া ও রবার্ট লেভানডফস্কি।
পয়েন্ট তালিকায় অবশ্য তিনেই থাকতে হচ্ছে বার্সেলোনাকে। ২১ ম্যাচ খেলে ১৩ জয়, ৩ ড্র ও ৫ হারে বার্সার পয়েন্ট ৪২। সমান ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ২ হার নিয়ে রিয়ালের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এখনো ৭ পয়েন্ট পিছিয়ে আছে বার্সা। দুইয়ে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ২ হাড়ে ৪৫।
এমএইচ//