গাঁজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলের সাথে অস্ত্র চুক্তি বন্ধের দাবিতে ফিলিস্তিনপন্থী হাজার হাজার আন্দোলনকারী রোববার (২৬ জানুয়ারী) বেলজিয়ামের রাজধনী ব্রাসেলসের রাস্তায় মিছিল করেছে। এসময় "জেনোসাইড থামাও" "ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করো", "প্যালেস্টাইনের জন্য উঠে দাঁড়াও" এবং "ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করো" ব্যানার দেখায়।
প্রতিবাদে অংশগ্রহণকারী একজন ফরাসি নাগরিক বলেন, গাঁজায় দখল ও উপনিবেশিক কার্যকলাপ বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া উচিত।
অন্য একজন প্রতিবাদকারী ইউরোপের দ্বৈত মানের সমালোচনা করে বলেন, ইসরায়েলি মিডিয়া চ্যানেলগুলোকে ইউরোপে সম্প্রচারিত করতে দেয়া হয়। অথচ রাশিয়ান চ্যানেলগুলো নিষিদ্ধ । তার মতে, অপপ্রচারকারী ইসরায়েলি চ্যানেলগুলো ইউরোপে চালু রাখা উচিত নয়।
প্রতিবাদে অংশ নেয়া আরেকজন আন্দোলনকারীরা বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। তাদের দাবি এই চুক্তি পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। দখল ও উপনিবেশিকতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো জোরালো পদক্ষেপ প্রয়োজন।