আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জিতলে দিল্লি থেকে সব অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়ানো হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।
দিল্লির বিধানসভা নির্বাচন সামনে রেখে শনিবার নারেলা বিধানসভা আসনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। সোমবার (২৭ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
দিল্লিতে বাংলাদেশি ও রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য আম আদমি পার্টিকে দায়ী করেন অমিত শাহ। দলটিকে ক্ষমতা থেকে সরাতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিজেপির এই নেতা বলেন, মিথ্যা বলে ভোট নেয়া ছাড়া গত ১০ বছরে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি কিছুই করেনি। পুরো শহর নোরাং পানি ও জলাবদ্ধতার জন্য ভুগছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। হাসপাতালগুলোর অবস্থা খুবই খারাপ।
অমিত শাহ আরও বলেন, আপনারা বিজেপিকে জয়ী করুন। আমি প্রতিজ্ঞা করছি, আগামী দুই বছরের মধ্যে এখান থেকে সব অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বের করে দিব।
৭০ আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচন আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। রাজ্যটিতে বর্তমানে ক্ষমতায় আছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।
এনএস/